Success Story

Technews365 Latest News

ASSET প্রকল্পের আওতায় ছাএ ও ছাএীদের শিল্প সংযুক্তি প্রশিক্ষন
  27 May, 2025

ASSET প্রকল্পের আওতায় ছাএ ও ছাএীদের শিল্প সংযুক্তি প্রশিক্ষন

Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় ন্যাশনাল পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে অধ্যয়নরত ৭ম পর্বের ছাএ/ছাএীদের বাস্তব দক্ষতা অর্জনের লক্ষ্যে টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠানের মাধ্যমে ১ দিনের প্রশিক্ষন শেষের একটি মূহুর্ত। প্রশিক্ষন শেষে ন্যাশনাল পলিটেকনিক কলেজের প্রধান অধ্যক্ষ ও কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহন করছেন টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউটের এর সন্মানিত Chief Executive Officer, Mr. Joy Prakash Ghose .
ASSET প্রকল্পের আওতায় ছাএ/ছাএীদের শিল্প সংযুক্তি প্রশিক্ষন
  21 May, 2025

ASSET প্রকল্পের আওতায় ছাএ/ছাএীদের শিল্প সংযুক্তি প্রশিক্ষন

Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে অধ্যয়নরত ৭ম পর্বের ছাএ/ছাএীদের বাস্তব দক্ষতা অর্জনের লক্ষ্যে টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠানের মাধ্যমে ১ দিনের প্রশিক্ষন শেষের একটি মূহুর্ত। প্রশিক্ষন শেষে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান অধ্যক্ষ ও কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক গ্রহন করছেন টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউটের এর সন্মানিত Chief Executive Officer, Mr. Joy Prakash Ghose।
ASSET প্রকল্পের আওতায় শিক্ষক/শিক্ষিকাগনের  শিল্প সংযুক্তি প্রশিক্ষন
  16 May, 2025

ASSET প্রকল্পের আওতায় শিক্ষক/শিক্ষিকাগনের শিল্প সংযুক্তি প্রশিক্ষন

Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় ন্যাশানাল পলিটেকনিক কলেজ কম্পিউটার টেকনোলজির শিক্ষক/শিক্ষিকাগনের বাস্তব দক্ষতা অর্জনের লক্ষ্যে টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠানে ১ দিনের প্রশিক্ষন শেষের একটি মূহুর্ত। এই প্রশিক্ষনে টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউটের এর সন্মানিত Chief Executive Officer, Mr. Joy Prakash Ghose মনে করেন এর মাধ্যমে শিক্ষকগনের বাস্তব বিশ্বের শিল্প প্রতিষ্ঠানের হাতে-কলমে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করা সম্ভব হবে।

EDGE-CSE CUET, DIGITAL SKILLS TRAINING FOR STUDENTS
  09 May, 2025

EDGE-CSE CUET, DIGITAL SKILLS TRAINING FOR STUDENTS

সম্প্রতি ৯ই মে শুক্রবার ২০২৫ইং এ. কে, খান ইউসেপ টিভিইটি ইনস্টিটিউট চটগ্রামে EDGE-CSE CUET, Digital Skills Training For Students - প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। Digital Skills Training For Students প্রোগ্রামে সরাসরি উপস্থিত ছিলেন, টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউটের এর সন্মানিত Chief Executive Officer, Mr. Joy Prakash Ghose. বর্তমান সময়ে আইটি সেক্টরের অগ্রগতি,জব মার্কেটে আইটি Expert -দের চাহিদা এবং ক্যারিয়ার সম্ভাবনা, ক্যারিয়ারে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা এই বিষয়গুলো নিয়ে বক্তব্য এবং বিস্তারিত গাইডলাইন দিয়েছেন প্রোগ্রামের বিশেষ অতিথি টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউটের এর সন্মানিত Chief Executive Officer, Mr. Joy Prakash Ghose. সকলের আন্তরিক প্রচেষ্টা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ EDGE-CSE CUET, Digital Skills Training For Students প্রোগ্রাম সফল করেছে।
💞 💞 - অভিনন্দন - 💞 💞
  01 Mar, 2025

💞 💞 - অভিনন্দন - 💞 💞

🎯 সমাপ্ত হয়ে গেল টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউট এর পক্ষ থেকে আয়োজিত MikroTik এর VENDOR পরীক্ষা। সকল পরিক্ষার্থীদের জন্য TECHNEWS365 এর পক্ষ থেকে থাকলো শুভেচ্ছা। আশাকরি আগামীতে আইটি ফিল্ডে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের সাথেই থাকবেন। Exam Controller: Mr. Titas Sarker (MikroTik Certified Trainer) Exam End Date: March 01, 2025
কক্সবাজার জেলায় অনুষ্ঠিতব্য “যুব কমর্সংস্থান মেলা ২০২৫”
  27 Feb, 2025

কক্সবাজার জেলায় অনুষ্ঠিতব্য “যুব কমর্সংস্থান মেলা ২০২৫”

কক্সবাজার জেলায় অনুষ্ঠিতব্য “যুব কমর্সংস্থান মেলা ২০২৫” জাতীয় যুবনীতি, জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি, এবং জাতীয় কমর্সংস্থান নীতি-এর ভিত্তিতে দেশের অথর্নৈতিক উন্নয়ন ও টেকসই পৰ্বৃদ্ধির জন্য দক্ষ যুবসমাজের বিকাশ অত্যন্ত গুরুতব্পূর্ন। সরকার ও বিবিভন্ন উন্নয়ন সংস্থা যুবদের প্রযুক্তি ও বাজার উপেযাগী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কমর্সংস্থানের সুযোগ সম্পৰ্সারেণ বিশেষ গুরুত্ব দিচ্ছে। গতকাল ২৭/০২/২০২৫ইং কক্সবাজার জেলার যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও অথর্নৈতিক সুযোগ বৃদ্ধির লক্ষ্যে "Improving Skills and Economic Opportunities in Cox’s Bazar (ISEC)" শীষর্ক একটি গুরুতব্পূর্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। এই প্রোগ্রামে টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউট আমন্ত্রিত ছিল।

💞 💞 | অভিনন্দন | 💞 💞
  15 Feb, 2025

💞 💞 | অভিনন্দন | 💞 💞

🎯 সমাপ্ত হয়ে গেল টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউট এর পক্ষ থেকে আয়োজিত MikroTik এর VENDOR পরীক্ষা। সকল পরিক্ষার্থীদের জন্য TECHNEWS365 এর পক্ষ থেকে থাকলো শুভেচ্ছা। আশাকরি আগামীতে আইটি ফিল্ডে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাদের সাথেই থাকবেন। Exam Controller: Mr. Titas Sarker (MikroTik Certified Trainer) Exam End Date: February 15, 2025
টেকনিউজ৩৬৫ ইনস্টিটিউটের আইটি প্রোগ্রামের আনন্দঘন মুহূর্তের অনুষ্ঠান
  16 Jan, 2025

টেকনিউজ৩৬৫ ইনস্টিটিউটের আইটি প্রোগ্রামের আনন্দঘন মুহূর্তের অনুষ্ঠান

মানুষ গড়ার নির্মাতা শিক্ষকরা আজীবন শ্রম দিয়ে গেছেন একজন শিক্ষার্থীকে পূর্নাঙ্গ মানুষ গড়ার লক্ষ্যে,আর এক্ষেএে নিজ ব্যক্তিত্বের আলোকে দেশের সেরা সন্তানরা তৈরি হয় তাদের হাত ধরেই। টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউট দীর্ঘ বছর ধরে কোয়ালিটি ট্রেনিং প্রদান করছে দক্ষ প্রশিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে। একইসাথে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ এবং কার্যকর উপদেশ প্রদানের জন্য সরাসরি উপস্থিত ছিলেন, টেকনিউজ৩৬৫ আইটির সম্মানিত Founder & CEO, Joy Prakash Ghose এবং টেকনিউজ৩৬৫ আইটি ডিপার্টমেন্টের সম্মানিত মেন্টর ও এক্সিকিউটিভগন।
HAPPY NEW YEAR 2025-TEHNEWS365 IT Institute
  01 Jan, 2025

HAPPY NEW YEAR 2025-TEHNEWS365 IT Institute

বছর শেষ করে সফলতার সাথে আজ টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউট নতুন বছরে পদার্পণ। টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউটের সকল সদস্য ও শিক্ষার্থীরা একই ছাদের নিচে একত্রিত হয়েছে এই বিশেষ দিনটি উদযাপনের উদ্দেশ্যে। আমাদের সকল শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের সাথে বিশেষ মুহূর্তে আপনাদের সকলকে জানাই Happy New Year. আমাদের শিক্ষার্থীরা যেন ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা করতে পারে নিজের যোগ্যতায় তাই আমাদের লক্ষ্য। ইন্ডাস্ট্রির সাথে শিক্ষার্থীর এই যোগসূত্র স্থাপনে কাজ করে যাচ্ছেন টেকনিউজ৩৬৫ আইটি ইনস্টিটিউটর সম্মানিত Chief Executive Officer জনাব Joy Prakash Ghose.

  1 | 3  
Enroll Course
Join Seminar